সেন্টমার্টিন এর মালিকানা দাবি করে মানচিত্র প্রকাশ করে মিয়ানমার- Cent-martin


সেন্টমার্টিন এর মালিকানা দাবি করে মানচিত্র প্রকাশ করে মিয়ানমার- Cent-martin

সেন্টমার্টিন এর মালিকানা দাবি করে মানচিত্র প্রকাশ করে মিয়ানমার


 বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। নৈসর্গিক সৌন্দর্য নয় কৌশলগত কারণেও অনেক গুরুত্বপূর্ণ সেন্টমার্টিন দ্বীপ। মিয়ানমারের সাথে সমুদ্র সীমার মালিকানার বিরোধ বহু আগ থেকেই এর মালিক বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতে বিষয়টি সুস্পষ্ট।


রোহিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরাতে সেন্টমার্টিন এর মালিকানা দাবি করে মানচিত্র প্রকাশ করতে পারে মিয়ানমার। এমন অবস্থা হলে বাংলাদেশের কঠোর হওয়া ছাড়া কোন বিকল্প নাই বলে দাবি করেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে নিজেদের অংশ দাবি করা মানচিত্র কে সরিয়ে নিচ্ছে মিয়ানমার

সংসদীয় সভাপতি ডাক্তার দীপু মনি জানালেন এই জায়গা থেকে ওই মানচিত্র সরানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে মন্ত্রণালয়। তাহলে প্রয়োজনে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে বলে মন্তব্য করেন তিনি। হঠাৎ করেই সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মিথ্যাচার করে মিয়ানমার। অভিবাসন অধিবাস মন্ত্রণালয়সহ তিনটি ওয়েবসাইটে সেন্টমার্টিনকে মিয়ানমারের ভূখণ্ড বলে দাবি করা হয়।


Previous Post Next Post