দাদ বা দাউদ কেন হয়? দাউদের চিকিৎসা


দাদ বা দাউদ কেন হয়? দাউদের চিকিৎসা

দাদ বা দাউদ কেন হয়? দাউদের চিকিৎসা


দাদ বা দাউদ ত্বকের ছত্রাক জনিত একটি সমস্যা। পা থেকে মাথা পর্যন্ত শরীরের যে কোন স্থানে হতে পারে। এমনকি হাত-পায়ের নখে ও হতে পারে। তবে বিশেষ করে শরীরের যেসব অংশে চামড়ার ভাজ রয়েছে অথবা যেসব স্থানে অতিরিক্ত ঘাম হয় সে সকল স্থানে দাউদ হওয়ার প্রবণতা বেশি রয়েছে।
দাদ বা দাউদ কেন হয়? দাউদের চিকিৎসা


দাউদ সাধারণত গোল গোল চক্রাকার হয়ে থাকে। চারপাশে লাল ছোট ছোট দানা বর্ণ থাকে যা ক্রমশ ছড়িয়ে পড়ে। সাধারণত মাঝারি থেকে তীব্র চুলকানি হতে পারে। দাদ হলে রোগীরা সাধারণত যে ভুলগুলো করে থাকে তা হচ্ছে-

আশেপাশের ওষুধের দোকান থেকে স্টেরয়েড যুক্ত মলম কিংবা কিছু খাবার ওষুধ অথবা রাস্তায় বিক্রি হওয়া মলম এমনকি কখনও কখনও স্টেরয়েড ইনজেকশন পর্যন্ত নিয়ে থাকে। এসব অপচিকিৎসার কারণে যে সকল সমস্যা হয়ে থাকে-

দাদ বা দাউদ কেন হয়? দাউদের চিকিৎসা

  • ত্বক পুড়ে যাওয়া
  • ত্বকে এক ধরনের একজিমা হওয়া অথবা ত্বক পাতলা হয়ে যাওয়া


সেজন্য দাউদ হয়েছে বলে সন্দেহ হলে সর্বপ্রথম পার্শ্ববর্তী একজন চর্ম রোগের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Previous Post Next Post