করোনা ভাইরাসের বিষয়ে ইসলামের পরামর্শ Bangladesh



করোনা ভাইরাসের বিষয়ে  ইসলামের পরামর্শ 


আপনি মারা যাবেন আপনি ভাবছেন ? মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আর আপনি মারা যাবেন। বাসা থেকে বের হওয়া বন্ধ করেছেন অথচ পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন - প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে

মৃত্যু থেকে বাঁচার জন্য সকল রাস্তা বন্ধ।  আপনি ভাবছেন করোনা -ভাইরাস সংক্রমণের জন্য পালাবেন। কিন্তু হাদিসে বলা হয়েছে - 
  • যখন ছড়িয়ে পড়বে আর তুমি সেখানেই রয়েছে তখন সেখানেই অবস্থান করবে কারণ মহামারী এলাকা থেকে পলায়ন করা আর জিহাদের ময়দান থেকে পলায়ন করার মতোই অপরাধ।     
                                                        (সহি বুখারী 3473 এবং 5728)

আপনি বলছেন - মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে আপনার জানাজা হবে না আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

  • মহামারীতে মারা যাওয়া প্রত্যেক ঈমানদার ব্যক্তি শহীদের মর্যাদা পাবে 
                                          (বুখারি হাদিস 28 29)

আপনি খাদ্য সংরক্ষণ করছেন করোনা ভাইরাসের ভয়ে । যেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আপনাকে খাদ্যের অভাবে মারা যেতে না হয় কিন্তু কোরআনে পাকে আল্লাহ সুবাহানাহু তায়ালা বলেছেন -

  • দুনিয়ার উপর বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার দায়িত্ব আল্লাহর উপর নেই
                                                        (সূরা হুদ আয়াত 6)

আপনার ঘর ভর্তি খাবার মজুদ আছে অথচ সেদিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত হাজির হয়ে বলবে-

  • আমি পুরো পৃথিবী সন্ধান করে আপনার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থাও করতে পারিনি এক টুকরা রুটি পর্যন্ত সংগ্রহ করতে পারেনি আমি ব্যর্থ হয়েছি সুতরাং আমাকে এখন আপনার জান কবজ করতেই হবে।

অতঃপর ধৈর্য ধারণ করেন মৃত্যু যেমনই হোক প্রস্তুত থাকুন ঈমানের সাথে পবিত্রতার সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহ সুবাহানাহু তায়ালা আমাদের সবাই কে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন। আমিন

Previous Post Next Post