জেনে নিন! যে রক্তের গ্রুপ থাকলে সহজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে-Coronavirus

জেনে নিন! যে রক্তের গ্রুপ থাকলে সহজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে-Coronavirus




সারাবিশ্বে নভেল মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অধিক মানুষ মারা যাচ্ছে। প্রতিদিন অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 723,328। আর মারা গিয়েছেন 40 হাজারেরও বেশি।

সম্প্রতি 2020 সালের শুরুর দিকে চীনের উহান রাজ্যে সর্বপ্রথম করোনা  উপস্থিতি পাওয়া যায়। ধীরে ধীরে করোনাভাইরাস সমস্ত পৃথিবীকে হানা দেয়।

চীনের গবেষকরা দাবি করেন - করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে আছেন ( A- Positive and A negative) এ -পজেটিভ এবংএ-নেগেটিভ রক্তের গ্রুপ মানুষগুলো। South China Morning- পোস্ট খবরে এমনটাই দাবি করা হয়। চিকিৎসকের ভাষ্যমতে বলা হয়-  এ-পজেটিভ এবং এ-নেগেটিভ ব্লাড গ্রুপের মানুষেরা বেশি আক্রান্ত হচ্ছে করোনাভাইরাস

 সংবাদমাধ্যমটি আরো জানায় - অপরদিকে কম আক্রান্ত হচ্ছে (O-Positive ) ও পজেটিভ ব্লাড গ্রুপ ধারী মানুষ গুলো। খবরটিতে আরো জানানো হয় - করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়। কেন করোনাভাইরাস এমন আচরণ করে তা জানার চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসাবিজ্ঞানীরা।

করোনা ভাইরাস এর আপডেট খবর


এখন পর্যন্ত করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেইন, চায়না ,ফ্রান্স 


Global Status - 723700




  • Active Case - 537650
  • Recovered  Case - 152032
  • Fatal Case - 34018

United States - 142537


  • Active Case - 135260
  • Recovered Case - 4767
  • Fatal Case - 2510

Italy - 97689


  • Active Case -73880
  • Recovered  Case - 13030
  • Fatal Case - 10779

Spain - 80100


  • Active Case - 58588
  • Recovered Case -14709
  • Fatal Case - 6803

France - 40174


  • Active Case - 30366
  • Recovered Case - 7202
  • Fatal Case - 2606
Previous Post Next Post