Corona virus! করোনা ভাইরাস এর লক্ষণ এবং প্রতিরোধ!

Corona virus!

 করোনা ভাইরাস এর লক্ষণ এবং  প্রতিরোধ!


Corona virus! করোনা ভাইরাস এর লক্ষণ এবং  প্রতিরোধ!
Corona virus! করোনা ভাইরাস এর লক্ষণ এবং  প্রতিরোধ!



করোনাভাইরাস নামটি নিশ্চয়ই জানেন। এই ভাইরাসটি অলরেডি ভাইরাল হয়েছে সারাবিশ্বে। শুরু হয়েছে চীনের উহান রাজ্য থেকে। এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন স্থানে। করোনা ভাইরাস আঠারো মাসে বিশ্বের বিভিন্ন স্থানে মারা যেতে পারে প্রায় সাড়ে 6 কোটি মানুষ। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

করোনা ভাইরাস কিভাবে ছড়ায়?

*  মূলত বাতাসে এ Air Droplet লেট এর মাধ্যমে
*  হাসিও কাশির ফলে
*  আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে
*  ভাইরাস আছে এমন কোনো কিছু স্পর্শ করলে
*  হাত না ধুয়ে মুখে নাকে চোখে হাত লাগলে
*  পয়োনিষ্কাশন ব্যবহার মাধ্যমেও ছড়াতে পারে

 করোনা ভাইরাস এর লক্ষণঃ

*  সর্দি
* মাথাব্যথা
*  কাশি
*  গলা ব্যথা
*  জ্বর
*  মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া
*  শিশু বৃদ্ধ ও কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া ও ব্রোস্ট আইসিস

করোনা ভাইরাস এর প্রতিরোধঃ

এখনো ভ্যাকসিন আবিস্কার না হওয়ায় বিস্তর  রোধ এর প্রতিরোধের উপায় 

* মাঝে মাঝে সাবান পানি ও সেনিটাইজার দিয়ে হাত ধোয়া
* হাত না ধুয়ে মুখে চোখ ও নাক স্পর্শ না করা
* হাসি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা
* ঠান্ডা বা আক্রান্ত ব্যক্তির সাথে না মিশা
* মাংস ও ডিম খুব ভালোভাবে রান্না করা
* বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা
* মুখে মাস্ক ব্যবহার করা যেতে পারে


হাত কখন কখন ধুতে হবেঃ


*জীবাণু লেগে থাকতে পারে এমন কিছু স্পর্শ করার পর
*হাসি কাশি দেওয়ার পর
*রোগীর শুশ্রূষা করার পর
*খাবার খাওয়া এবং খাবার প্রস্তুত করার আগে ও পরে
*টয়লেট করার পর
*যখনই হাত ময়লা হয় হাত ধুয়ে নিতে হবে
*পশুপাখি কিংবা পশু পাখির মল স্পর্শ করার পর
*লক্ষণ দেখা দিলে বাড়িতে বিশ্রাম নিয়ে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং নিকটস্থ *হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


আসুন আমরা সবাই সচেতন হই অন্যকে সচেতন করি এবং সুস্থ থাকি। 
Previous Post Next Post