Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা-Mysterious World

Coronavirus 

করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা -Mysterious World


Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা
Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা-


Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা-


করোনাভাইরাস নামটি নিশ্চয়ই জানেন। এই ভাইরাসটি অলরেডি ভাইরাল হয়েছে সারাবিশ্বে। শুরু হয়েছে চীনের উহান রাজ্য থেকে। এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন স্থানে। করোনা ভাইরাস আঠারো মাসে বিশ্বের বিভিন্ন স্থানে মারা যেতে পারে প্রায় সাড়ে 6 কোটি মানুষ। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা
Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা-


করোনা ভাইরাস আক্রমণ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি কোন ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তার জন্য কি ধরনের ল্যাব টেস্ট করলে শনাক্ত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে


 করোনা ভাইরাস কি?

যেসব ভাইরাস গুলো R N A  দিয়ে তৈরি তারা কুখ্যাত চরিত্রের হয়ে থাকে এবং খুবই মারাত্মক হয়ে থাকে।
যেমন এইচ আই বি(HIV) হেপাটাইটিস সি (HEPATITIS C )এবং ইনফ্লুয়েঞ্জা(INFLUENZA) ইবোলা রাইস(EBOLA RICE) ডেঙ্গু (DENGUE) পোলিও (POLIO) ইত্যাদি।

সম্প্রতি এই দলে যোগ হয়েছে এক নতুন ভাইরাস করোনা ভাইরাস।

করোনাভাইরাস প্রথম ধরা পড়ে চায়নাতে 2002 সালে। আমাদের যে কমন কোল্ড ঠান্ডা তৈরি হয় পিন ভাইরাস দিয়ে। করোনা ভাইরাস একই রকম ঠান্ডা কাশি দিয়ে হয়। কিন্তু সিরিয়াস পর্যায়ে গেলে যাকে  সি ভি আর (C B R) এর রেট রেস্পিরাটরি রিসেন্ট বলে।

করোনা ভাইরাস ছড়ানোর কারন!কোথা থেকে এলো, কোন প্রানী থেকে ছড়ালো, চীনে কেন?


Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা
Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা-

এই ভাইরাস বাতাসে ছড়ায়। শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে। শীতকালে এর প্রকোপ বেশি দেখা যায়। ধরে নেওয়া হয় ইঁদুর ও বিভিন্ন প্রাণী এই ভাইরাসের কারণ। 2002 সালের পরে বিভিন্ন সময়ে করোনাভাইরাস ছোটখাটো আক্রমণ করেছে চায়নার আশাপাশে। 2020 সালের বর্তমান সময়ে মহামারীর পূর্বে প্রায় আট হাজার 500 জন করোনা ভাইরাস এর রোগী সনাক্ত করা হয়েছিল। তার মধ্যে মারা গিয়েছিল 800 জনেরও বেশি। এই ভাইরাসের ইনফেকশনে 50 পার্সেন্ট মানুষের কোন সিস্টেমিক প্রকাশ পায় না। অনেক অসুস্থ বাচ্চার শরীরে এই ভাইরাসের এন্টি বডি তার প্রমান। এটার ইনফেকশন মূলত ফুসফুস ইলিয়াম কেন্দ্রিক। এর বাইরে অন্য কোন অর্গানে আক্রান্ত হয় না। শরীরের ভাইরাসটি তিন থেকে দশ দিন থাকে। ভয়ঙ্কর করোনা ভাইরাস এর লক্ষন গুলো খুব সাধারন। তাই এই লক্ষণগুলো দেখলে সাবধান হন। যেমন নাক দিয়ে পানি পড়া, জ্বর, ঠান্ডা কশি মাথা ব্যথা এবং সিরিয়াস ফর্মে শ্বাসকষ্ট। রেসপিরেটরি মুখে ইট তৈরি করে। যার ফলে অক্সিজেন নিতে পারা যায় না ঠিকমত। যে কারণে রোগী মারা যায়। এর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো কোন মানুষ এই ভাইরাসে সংক্রমিত হলে তার দেহে লক্ষণগুলো প্রকাশ হতে প্রায় দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে। তার আগে রোগী জানতে পারে না যে তার দেহের করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। কিন্তু সে অবস্থায় তার আশেপাশের লোকদের এই ভাইরাস হতে পারে। এই ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বে কোন চিকিৎসা নেই। টিকা নাই বা ভ্যাকসিন নাই। তাই আক্রান্ত ব্যক্তি দ্রুত শ্রেয়াস পর্যায়ে চলে যায় এবং মৃত্যুর মুখে পতিত হয়।


Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা-

করোনা ভাইরাস অনেক বেশি বিপদজনক এবং স্পষ্ট ভাবে এই ভাইরাস মোকাবেলা করা খুবই কঠিন। চীনে করোনাভাইরাস আক্রান্ত অলরেডি এক লক্ষ ছড়িয়ে পড়েছে। এবং মৃত্যু সংখ্যা 150 এর মত এবং সেটা ক্রমাগতই বেড়ে চলেছে। ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ভাইরাসটি যাতে মহামারীর না হতে পারে সে ব্যাপারে বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রেখেছেন। চীনের মানুষ এখন মুখোশ পরা প্রাণীর রূপ ধারণ করেছে। অনেক চিকিৎসক চিকিৎসা দিতে গিয়েই আক্রান্ত হয়েছেন। পর্যবেক্ষণ করে দেখা গেছে যে ভাইরাসটি চীনের উহান এর একটি বাজার থেকে ছড়িয়েছে। যেখানে অবৈধ ভাবে ধরে আনা বন্যপ্রাণীর ব্যবসা হত। প্রাণীর প্রতি চীনের ভালোবাসা অদ্ভুত রকম যুগ যুগ ধরে চলে আসছে।

 বন্য কুকুর বিভিন্ন প্রজাতির সাপ,বাঘ, নেকড়ে , বাদুর  ,শুকুর, হায়না , কুমির , সজারু , ভাল্লুক , ময়ূর , কাঠবিড়ালি সহ প্রায় 100 প্রজাতির বন্য প্রাণীর মাংস খায় এবং বাজারজাত করে। ওই বাজারে বন্যপ্রাণী কেটে ফ্রাই করে বিভিন্ন হোটেলে খাওয়ানো হয়। গবেষণা বলছে 70 ভাগ সংক্রামক রোগ বিভিন্ন বন্য প্রাণীর মাংস থেকেই বিস্তার ঘটে। চীন ভাইরাস এর বাজার খুলে বসেছে এবং তারা ভাইরাস রপ্তানি করেই চলছিল নিরবে। চীনের উহানের মার্কেটে তারা বিভিন্ন বন্যপ্রাণী বিক্রি করছে এবং খাচ্ছে। যত হারাম খাদ্য নিষিদ্ধ এবং উপযুক্ত নয় চীন সেটাই বেশি খাচ্ছে।

এছাড়াও থাইল্যান্ড , জাপান , মালয়েশিয়া , অস্ট্রেলিয়া , ইউএস এ, ইন্ডিয়া এবং ফ্রান্স এ এই রোগী শনাক্ত করা হয়েছে। সম্প্রতি জাপান কর্তৃপক্ষ জানিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত এক শিশু পেয়েছেন যে সিন সফর করে নি। বাংলাদেশেও এই ভাইরাসের ঝুঁকি রয়েছে। করোনা ভাইরাস এর সংক্রমণ ঠেকাতে দেশের সব বিমান স্থল কোন বন্দরে চেকপোস্ট টার্মিনালে স্ক্যানার স্থাপন করা হয়েছে। একই পাশে বাংলাদেশ থেকে চীন এবং চীন থেকে বাংলাদেশ ভ্রমণকারীর উপর বিশেষ নজর রাখা হয়েছে।

করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার উপায়


Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা
Coronavirus- করোনা ভাইরাস ছড়ানোর কারন। করোনা ভাইরাস এর লক্ষন এবং চিকিৎসা-

১। ঘরের বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন.
২। আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে দুই হাত দূরে থাকবেন।
৩। হাঁসি কাশির সময় মুখ  ঢেকে রাখতে হবে এবং হাত ধুতে হবে। যেখানে সেখানে কফ থুথু ফেলা যাবে না।
.৪। বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে
৫। গৃহপালিত ও বন্যপ্রাণী থেকে দূরে থাকতে হবে।

মহান আল্লাহ তা'আলা যেন আমাদের সবাইকে করোনাভাইরাস এর মত এইরকম সংক্রামক ভাইরাস থেকে হেফাজত করেন।

Tags-What Is a Coronavirus? ,Coronavirus News and Latest Updates,করোনা ভাইরাস কি ? করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিকার,করোনা ভাইরাস : উৎস সাপ!,করোনা ভাইরাস- কি, কেন ও করনীয়
Previous Post Next Post