IPL 2020: KKR

IPL 2020: KKR

KKR-এ লাগলো আবারও এক বড় ধাক্কা

IPL 2020 থেকে ছিটকে গেলেন কলকাতার এক দুর্ধর্ষ প্লেয়ার।

IPL 2020: KKR

IPL 2020: KKR

দুই বারের  IPL চ্যাম্পিয়ন  কলকাতা নাইট রাইডারস  আবারও একটি বড় ধাক্কার সম্মুখীন হল।
কোন একটি বিশেষ কারনে কলকাতার নাইট রাইডারস এর এক বিধ্বংসী প্লেয়ার দল থেকে ছিটকে পড়লেন।
IPL 2020 এ কলকাতা তার স্কোয়াড গঠন ভাল ভাবেই শুরু করে ছিল।
কিন্তু  শেষের দিকে এসে একের পর এক খারাপ খবর শুনেই চলেছে।
Nitish Rana, Prabin Tambe-র পর এইবার আরেকজন বিদেশী দুর্দান্ত প্লেয়ার KKR থেকে পুরোপুরি ভাবে ছিটকে পরেছে।
আর এই বিদেশি প্লেয়ার হচ্ছে  নতুন  Mistry Allrounder Cris Ginn.কলকাতা যে ৩ টি কারনে এই Mistry Allrounder প্লেয়ার কে কিনে ছিল
তার প্রথম কারন ছিল Cris Ginn. একজন পাওয়ার-প্লে  স্পেশালিষ্ট বোলার ছিল।Cris Ginn. পাওয়ার-প্লে ওভারে খুব কম ইকোণিমি তে বোল করে থাকতেন।
এমনকি Cris Ginn. ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। যে কোন কন্ডিশন এ ব্যাট করে দল কে বিপদ থেকে বাঁচাতেন।Cris Ginn. এবারের  IPL  এ কলকাতার হয়ে এই জন্যই
খেলতে পারবেনা কারন Cris Ginn. ICC Bowling action-এর নিয়ম অনুসারে  Illegal bowler হিসেবে ৯০ দিনের জন্য সকল ক্রিকেট অঙ্গন থেকে বরখাস্ত হয়েছেন।
শাস্তি কাটার পর আবার আমরা এই প্লেয়ার কে ক্রিকেট অঙ্গনে দেখতে পারব।

Previous Post Next Post